যশোরে আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর সহকারী জজ আদালতের পেশকার মনির হোসেনের বিরুদ্ধে রোববার জেলা ও দায়রা জজ আদালত লিখিত অভিযোগ দিয়েছেন একটি মামলার বিবাদী আব্দুল আজিজ গাইন। তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ আনা হয়েছে।
কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল আজিজ গাইনের অভিযোগ, কেশবপুর সহকারী জজ আদালতে বিচারাধীন ৪১/২০২৬ মামলার ১ নম্বর বিবাদী তিনি। এ মামলার প্রতি ধার্য দিনে হাজিরা দিতে এলে পেশকার মনির হোসেনকে ২শ টাকা করে দিতে হয়। সর্বশেষ তিনি গত ১৬ অক্টোবর আদালতে হাজিরা দেন। হাজিরা গ্রহণ শেষে পেশকার মনির হোসেন মামলাটি একতরফা করে দেওয়ার কথা কলে তার কাছে ৫ হাজার টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করায় ওইদিন বিকেলে মনির হোসেন হাজিরার কাগজপত্র আব্দুল আজিজ গাইনকে ফেরত দিয়ে দেন।এ বিষয়ে পেশকার মনির হোসেন জানান, বিষয়টি সত্য নয়।