ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে যশোরে মুসল্লিদের বিক্ষোভ ও সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ। বুধবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর শহরে বর্বোরোচিত এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে উলামায়ে কেরামগণ তাদের বক্তব্যে বলেন, আল আকসা মুসলমানদের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। গত আট দশক ধরে গাজা দখল করে ইসরাইল হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। এখন সেখানে নির্বিচারে বিমান হামলা চালিয়ে নারী-শিশুসহ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে।
বক্তারা বলেন, ইসরাইলকে দিয়ে পশ্চিমারা পুরো মধ্যপ্রাচ্যে অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। এজন্য গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আজ রুখে দাঁড়াতে হবে।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, উপদেষ্টা মুফতি মাওলানা মো. আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা সাখাওয়াৎ হোসেন, মাওলানা আব্দুল আলীম, সহসভাপতি মুফতি শামসুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা নাজির উদ্দীন, ইমাম পরিষদ যশোর নগর শাখার সভাপতি মুফতি মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী মুফতি আব্দুর রহমান এযাযী, ইমাম পরিষদ যশোর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ কাসেমী, সেক্রেটারি মুফতি উবায়দুল্লাহ শাকির, জেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য ইমাদুল ইসলাম, মুফতি আব্দুল মান্নান, মুফতি মাসুদুর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম ও প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল দড়াটানা মোড় থেকে বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদ মোড়ে গিয়ে ইসরাইলিদের বর্বোরোচিত হামলায় নিহত ও আহতদের স্মরণে দোয়া করা হয়। সমাবেশের পূর্বে তৌহিদী জনতা আমেরিকা ও ইসরাইলি পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানাতে থাকে।