জয় দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ শুরু

0

লোকসমাজ ডেস্ক ।। জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো পাকিস্তান। শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ১৩ তম আসরে নেদারল্যান্ডসকে ৮১ রানে পরাজিত করে।
প্রথমে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। পাকিস্তান ৪৯ ওভারে সবকটি উইকেটের বিনিময় ২৮৬ রান সংগ্রহ করে। আগে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে তারা ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান।
এরপর ফের ৩০ রানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৪৩.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫২ রান। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাদের ৭০ বলের ৬৪ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়না।
কিন্তু শেষ দিকে ৩৪ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে গেলে, পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়।
দলের হয়ে ৫২ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬৮ রান করেন সৌদ শাকিল। ৭৫ বলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৪৩ বলে চার বাউন্ডারিতে ৩৯ রান করেন মোহাম্মদ নওয়াজ। ৩৪ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করেন সহ-অধিনায়ক শাদাব খান।নেদারল্যান্ডসের হয়ে ৯ ওভারে ৬২ রানে ৪ উইকেট নেন বেস ডি লিড। ২ উইকেট নেন কলিন একারম্যান।

নেদারন্যালন্ড জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ২০৫ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে।