যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটাখাল এলাকার বিপ্লব হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমামুল ইসলাম এবং শার্শা থানার হোরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন অর রশিদকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা। গত বুধবার দিবাগত রাতে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর ও শংকরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্র জানায়, ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটাখাল এলাকার বিপ্লব হত্যা মামলায় গত ২ অক্টোবর আদালতের বিচারক আসামি ইমামুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। ইমামুল ইসলাম কাটাখাল ১ নম্বর কলোনির মাসুমের ছেলে। রায় ঘোষণার সময় ইমামুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।
গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমামুল ইসলামকে আটক করেন র‌্যাব সদস্যরা। সূত্র জানায়, গত ২ অক্টোবর শার্শা থানার হেরোইনের একটি মামলায় আদালত হারুন অর রশিদ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। হারুন অর রশিদ ঝিকরগাছা উপজেলার কুমড়ি গ্রামের সিয়াব আলীর ছেলে। রায় ঘোষণার সময় হারুন অর রশিদ আদালতে অনুপস্থিত ছিলেন।
গত বুধবার গভীর রাতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন অর রশিদকে আটক করেন। আটক দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।