কলকাতায় নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গু’

0

লোকসমাজ ডেস্ক ।। পশ্চিমবঙ্গের কলকাতায় ডেঙ্গুর মধ্যে নতুন করে উঠে এসেছে এক রোগের কথা। চিকিৎসকরা যার নাম দিয়েছেন, ‘কোভিডেঙ্গু।’ অর্থাৎ কোভিড ও ডেঙ্গুর মিলিত এক রোগ, যাতে বিপদের মুখে পড়তে হচ্ছে রোগীকে।

চিকিৎসকরা বলছেন, কোভিডের পর ডেঙ্গু হলে সাবধান। আর সেই কারণেই আতঙ্কের নাম কোভিডেঙ্গু। অর্থাৎ, করোনার সময় যাদের ভেন্টিলেশনে বা আইসিইউতে থাকতে হয়েছে, ডেঙ্গুর সময় তাদের অনেকটা বেশি ঝুঁকি। ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের সিংহভাগই করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই চিকিৎসকরা বলছেন, করোনা হয়ে থাকলে, এই সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। অনেক ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে তীব্র শ্বাসকষ্টের শিকার হয়ে।

কলকাতার চিকিৎসকরা বলছেন, অতীতে যাদের দু’বার করোনা হয়েছে, তাদের ডেঙ্গু হলে সব থেকে বেশি ঝুঁকি। জ্বর, গা-হাত-পা ব্যথা হলে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক বা পেইনকিলার খেতে হবে না, প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে দু’দিন জ্বর থাকলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরীক্ষা হওয়া জরুরি। পাঁচ দিনের ওপরে জ্বর থাকলে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি। ( সূত্র: নিউজবাংলা)