ঝিকরগাছায় বিএনপির লিফলেট বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ আগামীকাল ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছেন ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপিসহ অংগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদলের নেতৃবৃন্দ। এছাড়া এদিন বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।