ধরা পড়া ১০ ফুট লম্বা অজগরটি অবমুক্ত করা হলো

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় গৃহস্থের বাড়ির বেড়ার জালে আটকে পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে জালে জড়ানো সাপটি ওই বাড়ির গৃহবধূর পায়ে ছোবল দেয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অজগরটিকে এদিন দুপুরে বনে অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেরাবেকা ফরেস্ট ক্যাম্প ইনচার্জ নাসির উদ্দিন জানান, বন সংলগ্ন বগী গ্রামের মহিবুল্লাহ খন্দকারের বাড়ির বেড়ার জালে সাপটি আটকা পড়েছিলো। সেখান থেকে মহিবুল্লাহর স্ত্রী আমিরোন্নেছা যাবার সময় সাপটি তার বাম পায়ে ছোবল দেয়। ছোবলের ফলে তার পায়ে ক্ষতের সৃষ্টি হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা স্বাভাবিক রয়েছে । অজগর সাপটি সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটি সিপিজির সদস্য জাহাঙ্গীর তালুদ্দার ও সেলিম খান উদ্ধার করে তেরাবেকা ফরেস্ট অফিসে নিয়ে আসলে বনরক্ষীদের সহায়তায় বনে ছেড়ে দেওয়া হয়। ১০ ফুট লম্বা অজগর সাপটির ওজন প্রায় ৯ কেজি।