লোহাগড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

0

 

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘ লোহাগড়া শাখা লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে গোপীনাথপুর গ্রামে আব্দুল করিম প্রি-ক্যাডেট স্কুলের শিশুদের নিয়ে এ আয়োজন করে।

বুধবার সকালে স্কুল চত্বরে অর্ধশতাধিক শিশু মনের রঙ মিশিয়ে তাদের রঙ-তুলিতে সাদা কাগজে গ্রামবাংলার চিত্র তুলে ধরে। ছবি আঁকার মাধ্যমে শিশুরা যেন তাদের মনের কথা প্রকাশ করতে থাকে।
চিত্রাংকন শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হোসনেয়ারা মিলা। প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ভুঁইয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুর রহমান সাবু, লক্ষীপাশা স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শেখ বদরুল আলম টিটো, সাংবাদিক মো. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক রোজী সুলতানা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্কুলের সিনিয়র শিক্ষক ঝর্ণা দাস, মুক্তা খানম, সোহানা, নাজমা, কল্পনা। স্থানীয় সাংবাদিক রইচ উদ্দিন টিপু, শুভ সংঘের সদস্য কাজী আল মামুন, আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন শেষে ৫০ জন শিক্ষার্থীকে জ্যামিতি বক্স, বই, খাতা, পেন্সিল বক্স, টিফিন বক্স প্রদান করা হয়। পরে শিশুদের মাঝে কেক, মিষ্টি, বিস্কুট বিতরণ করা হয়।