রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৪বার পেছাল

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৯ নভেম্বর মধ্যে জমা দিতে আবারো পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে
১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করতে সিআইডি এখন পর্যন্ত ৭৪বার সময় নিয়েছে।
সেখান থেকে কমপক্ষে ৮১ বিলিয়ন মার্কিন ডলার ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। এরপর যেখান থেকে ওই ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে ব্যয় হয়।
২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় এ মামলাটি করেন।
এখন পর্যন্ত বাংলাদেশ রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরো ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে।
গত বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মার্কিন আদালতে ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল উদ্ধারের জন্য মামলা করে।