কালীগঞ্জে ৭ দিনে ১০টি গরু চুরি

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জে ৭ দিনের ব্যবধানে পৃথক গ্রাম থেকে ১০ টি গরু চুরির ঘটনা ঘটেছে ।এ নিয়ে উপজেলার সাধারণ গরু পালনকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।চোর চক্রের সদস্যরা গ্রামের সাধারণ গরু পালনকারীদের গরু একের পর এক চুরি করে নিয়ে গেলেও চোরেরা এখনো ধরা ছোঁয়ার বাইরে । থানা পুলিশ এখনো কাউকে আইনের আওতায় আনতে পারেনি ।
গত ১৫ সেপ্টম্বর উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের মৃত রফি উদ্দিন খানের ছেলে রওশন আলী খানের গোয়াল থেকে দুটি ষাড় চুরি হয় ।একই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে মতিয়ার রহমানের একটি গাভি গরু ,কেরামত খানের ছেলে দিপু খানের একটি গাভী ও একটি ষাড় চোরেরা নিয়ে যায় ।একই ঘটনা ঘটে আলতাফ হোসেনের ছেলে মুকুল হোসেনের বাড়িতে ।ওই রাতেই চোরেরা মুকুল হোসেনের গোয়াল থেকে একটি গাভী নিয়ে যায় । ৬ টি গরু চুরির ঘটনায় রওশন আলী বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।গরু চুরির ঘটনায় সাধারণ গরু পালনকারীদের মাঝে আতঙ্ক ও উদ্বেগের সষ্টি হয়েছে । চলতি মাসের ১০ তারিখ রাতে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বুজিডাঙ্গা ও ভাতঘরা গ্রাম থেকে ৩ কৃষকের ৪ টি গরু চুরি হয় ।এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান ,তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না ।আশা করছি অচিরেই রহস্য উৎঘাটন হবে।গরু চুরির ব্যাপারে কোন ছাড় হবে না ।