মণিপুরে ‘স্নাইপার’ হামলায় এবার পুলিশ কর্মকর্তা নিহত

0

লোকসমাজ ডেস্ক ।। উত্তর–পূর্ব ভারতের গোলোযোগপূর্ণ রাজ্য মণিপুরের কুকি সম্প্রদায়ের এক পুলিশ অফিসার মারা গেলেন ‘স্নাইপার’ বা দূরবর্তী অজ্ঞাত স্থান থেকে ছোড়া গুলিতে। মৃত সাব ইন্সপেক্টরের নাম ওনখোমাং হাওকিপ (৩৫)।
স্থানীয় এক পুলিশ অফিসারকে উদ্ধৃত করে, কলকাতার ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা জানিয়েছে যে ওই অফিসার বলেছেন, ‘কর্তব্যরত অবস্থায় হাওকিপের ওপরে গুলি চালানো হয়, তাঁর কপালে গুলি লাগে। এটি একটি স্নাইপার হামলা বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় মেইতেই জঙ্গিদের হাত আছে বলে আমরা সন্দেহ করছি।’
এক বিবৃতিতে পুলিশ প্রশাসন জানিয়েছে, চূড়াচাঁদপুরের সীমান্তবর্তী বিষ্ণুপুর জেলার মোরাং থানার অন্তর্গত চিংফেই গ্রামে হাওকিপ ‘দুর্বৃত্তদের গুলিতে শহীদ হয়েছেন।’
স্থানীয় জনজাতির নেতাদের ফোরাম (আইটিএলএফ) বলেছে, চূড়াচাঁদপুরের জেলা সদর তুইবংয়ের বাসিন্দা হাওকিপকে ‘মেইতেই জঙ্গিরা বুধবার বিকেলে গুলি করে হত্যা করেছে।’ কুকি সমাজের তরফে গোড়া থেকেই বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর কেউ কেউ, বিশেষত রাজ্য পুলিশের একটি অংশ, নির্দিষ্ট সম্প্রদায়ের হয়ে কাজ করছে।
চূড়াচাঁদপুর একটি কুকি-জো সংখ্যাগরিষ্ঠ জেলা। পার্শ্ববর্তী বিষ্ণুপুর একটি মেইতেই-অধ্যুষিত জেলা। এই দুই জেলার সীমানায় গত ৩ মে সংঘর্ষ প্রথম শুরু হয়েছিল। মেইতেইদের ‘তফসিলি সম্প্রদায়’ হিসেবে স্বীকৃতির বিরোধিতা করে কুকিসহ অন্যান্য জাতিগোষ্ঠী। কয়েকটি জাতিসত্তা মানুষদের সংহতি সমাবেশের পরে দুই সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘর্ষ শুরু হয়।
চার মাসের বেশি সময় ধরে ‘তফসিলি সম্প্রদায়’ এবং তফসিলি সম্প্রদায় নয়—এমন গোষ্ঠীদের মধ্যে চলা সংঘর্ষে মণিপুরে এখনো পর্যন্ত ১৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। কিন্তু সংঘর্ষ থামেনি, প্রতি সপ্তাহেই গড়ে পাঁচজন বা এর বেশি মণিপুরি মুখোমুখি সংঘর্ষ, গোপন স্থান থেকে চালানো অতর্কিত হামলা বা বন্দুকযুদ্ধে প্রাণ হারাচ্ছেন।