যশোরে অভিযানের দ্বিতীয় দিনে ২২টি রিকশা জব্দ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরকে যানজট মুক্ত করতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে  মঙ্গলবার দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়েছে যশোর পৌরসভা। এদিন শহরের চারখাম্বা মোড় থেকে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু নাছির অভিযান শুরু করেন। এরপর সোনালী ব্যাংক চত্বর,চৌরাস্তা মোড়,জেল রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এদিন শহরের ফুটপাত দখল মুক্ত করার অভিযানও পরিচালিত হয়।
পৌরসভার প্রকৌশলী বিএ কামাল আহমেদ জানান, অভিযানের দ্বিতীয় দিনে ২২ টি ব্যাটারিচালিত রিক্সা আটক করে মোটর জব্দ করা হয়। এদিন নিববন্ধহীন দুটি ইজিবাইক জব্দ করা হয়। এছাড়া দিনে শহরের মুজিব সড়কে ফুটপাতের দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান,অভিযান অব্যাহত থাকবে। আমরা এ ব্যাপারের সকাল থেকে রাত অবধি প্রচার মাইকের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যশোর পৌরসভা ও জেলা ট্রাফিক বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।