ঝিকরগাছায় জমির বিরোধে চাচাতো ভাইদের হাতে খুন

0

 

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর)॥ জমির সীমানা নিয়ে বিরোধে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে যশোরের ঝিকরগাছায় কামিরুল ইসলাম কামু (৪৫) নামে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক ভাবি ও ছোট ভাই।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পৌদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামু ওই গ্রামের মৃত নুরুল হক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সন্ধ্যায় একই গ্রামের বাসিন্দা চাচাতো ভাই ওসমান গনি (৫০) ও আলী হোসেন (৪০) এর সাথে কামিরুল ইসলাম কামুর বাড়ির জমির সীমানা নিয়ে বাকবিতন্ডা হয়। এর একপর্যায়ে ওসমান গনি ও আলী হোসেন ধারালো গাছিদা দিয়ে কামরুজ্জামান কামুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় রক্ষা করতে আসলে কামুর বড় ভাই রুহুল আমীনের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও ছোট ভাই আতাউর রহমানকেও তারা কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামুকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মো.তানিমুল হক রিজভী জানান, হাসপাতালে আনার আগে কামিরুল ইসলামের মৃত্যু হয়।
আহত কামিরুল ইসলামের ছোট ভাই আতাউর রহমান (৩০) ও ভাবি আনোয়ারা বেগম (৪৫) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাত পৌনে ৯টায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফকির পান্নু মিয়া ঘটনাস্থলে যান বলে জানান বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জিয়াউর রহমান জানিয়েছেন।