মুসলিম এইড ইন্সটিটিউটে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ

0

 

 

 

তিন মাসব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে মঙ্গলবার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি-(এমএআইটি) যশোর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন। ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহাদুরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ, পাঁচবাড়িয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের ও স্থানীয় ইউপি মেম্বার তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকৌশলী আশিফউল্লাহ চৌধুরী, নাজমুল হোসেন, নূর ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোবাইল ফোন সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল হাউজওয়ারিং এন্ড মেইনটেইনেন্স বিষয়ক প্রশিক্ষণ গ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি।