ঝিনাইদহে দেশে ফিরেই খুন হলেন ব্যাঙ্গালুরের মুদি ব্যবসায়ী

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দু পক্ষের সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। তিনি ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন। গত রোববার বেলা ১২ টার দিকে তিনি দেশে ফেরেন । এই নিয়ে গত চার দিনে ঝিনাইদহের কালীগঞ্জ, শৈলকুপা ও ঝিনাইদহ সদর উপজেলায় দুটি খুনসহ চারটি লাশ উদ্ধার হলো।
নিহত বিল্লাল হোসেনের ছেলে জিহাদ হোসেন জানান, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে তাদের প্রতিবেশী শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সাথে বাক-বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে গত রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহত হন জিহাদের পিতা বিল্লাল হোসেন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান বিল্লাল হোসেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, প্রতিবেশীদের সাথে বাক-বিতন্ডা হয়। পরে মারামারি হয়। বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি হার্টঅ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে।
উল্লেখ্য শৈলকুপার গোলকনগর গ্রামে গত শুক্রবার বিকেলে আওয়ামী লীগ কর্মী সাইদ বিশ্বাস প্রতিপক্ষের হাতে খুন হন। গত রোববার সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে গোকুল চন্দ্র কর্মকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর এলাকা থেকে অমিতাভ শাহা নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ পাওয়া যায়। সর্বশেষ গত রোববার মধ্যরাতে শৈলকুপার ভাটই এলাকার বিল্লাল হোসেন মারধরের কারণে ঢাকা যাওয়ার পথে মারা যান।
এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার আজিম উল আহসান জানান, আকস্মিক ভাবে দুটি খুনসহ ৪টি লাশ উদ্ধারের ঘটনা ঘটে গেছে। ইতোমধ্যে দুটি খুনের ঘটনা ঘটলেও আসামি গ্রেফতারসহ তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বাকি দুটি লাশ উদ্ধারের ঘটনা ময়নাতদন্তের ওপর নির্ভর করছে এটা আসলে খুন না অন্য কিছু।’