যশোরে জেলি পুশকৃত সাড়ে ৩শ কেজি চিংড়ি ধ্বংস, দুই বাস মালিকের ১ লাখ টাকা অর্থদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দুটি বাস থেকে জেলি পুশকৃত সাড়ে ৩শ কেজি চিংড়ি জব্দের পর ধ্বংস করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের মণিহার এলাকায় অভিযানকালে এই অপরাধে ওই দুই বাসের মালিককে অর্থদণ্ড করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি নিয়ে শামীম এন্টারপ্রাইজের ১টি বাস সাতক্ষীরার শ্যামনগর থেকে কিশোরগঞ্জে এবং অপর ১টি বাস মোংলা থেকে ময়মনসিংহে যাবে যশোর শহরের মণিহার মোড় হয়ে। এ খবর পেয়ে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটি টিম রাত সোয়া ১০টা থেকে রাত আড়াইটা পর্যন্ত মণিহার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে উল্লিখিত দুইটি বাসে তল্লাশি চালায়। এ সময় ১টি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৪) থাকা ১১টি এবং অপর বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৬১০) থাকা ৩টি ককসিট থেকে সাড়ে ৩শ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ কারণে একটি বাসের মালিক শামীম হোসেনকে ৬০ হাজার টাকা এবং অপর বাসের মালিক বদরুজ্জামান বাবলুকে ৩৫ হাজার টাকা অর্থদ- করা হয়। এছাড়া জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে।