সাতক্ষীরায় ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের ধর্মঘট

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ ইন্টার্নশিপ বহাল ও অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সারা দেশের মতো অনির্দিষ্টকালের জন্যে ক্লাস বর্জন করে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করছে সাতক্ষীরা সদর হাসপাতাল ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক ও বুশরা মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ ধর্মঘট পালন করেন তারা।
সেখানে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে শ্লোগান দিতে থাকেন। পরবর্তীতে শিক্ষার্থীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদী মানববন্ধন করেন ও শ্লেগান দেন।
সাতক্ষীরার নলতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-র শিক্ষার্থী মুজাহিদ আরেফিনের সভাপতিত্বে মানববন্ধন ও ধর্মঘটে বক্তব্য রাখেন, ম্যাটস শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা, মিজানুর রহমান, শিমুল হোসেন, জাহিদ হাসান, মাসুল বিল্লাহ প্রমুখ।