শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার অধীনে আগামীতে কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আগামীতে রাতের বেলায় জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতার মসনদ দখল করতে পারবে না। জনগণকে সাথে নিয়ে তাদের সকল অপতৎপরতা রুখে দেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। কোন বিপ্লবের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায়। সেই নির্বাচনে যদি সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বিএনপিকে বেছে নেয়, তাহলে বিএনপি দেশ পরিচলনা দায়িত্ব নেবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আওয়ামী লীগ গদি হারানোর ভয়ে এবং বিগত দিনে তাদের সীমাহীন অপকর্মের কারণে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তারা কোন প্রতিপক্ষ রাখতে চায় না বলে দেশের বিরোধী রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতি করার অধিকার টুকু কেড়ে নিয়েছে। আজকে বিভিন্ন নির্বাচনে ভোট ছাড়া আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়ে যান।
কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম,সদস্য অ্যাড.জাফর সাদিক ও এ কে শরফুদ্দৌলা ছোটলু। ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম,জেলা ছাত্রদেলর সাবেক সাধারণ সম্পাদক শহিদুল বারী রবু প্রমুখ।