মাউইর জরুরি সেবা প্রধানের পদত্যাগ

0

লোকসমাজ ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দাবানলের আগুনে বিধ্বস্ত মাউই দ্বীপের জরুরি সেবা সংস্থার প্রধান হারমান আন্দায়া পদত্যাগ করেছেন। গত সপ্তাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে সাইরেন ব্যবস্থা চালু না করার কারণ জানানোর এক দিন পর বুধবার (১৬ আগস্ট) সংস্থার ব্যর্থতার দায় নিয়ে ওই পদ থেকে ইস্তফা দেন তিনি।

মঙ্গলবার (৮ আগস্ট) মাউই দ্বীপে ভয়াবহ এ দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী ও মাউইর উপকূলীয় শহর লাহাইনা। মাউই দ্বীপজুড়ে ৮০টি সাইরেনের অত্যাধুনিক ব্যবস্থা চালু রয়েছে। যা প্রতি মাসের প্রথম দিকে পরীক্ষা করা হয়। এই সাইরেনের ৬০ সেকেন্ডের শব্দ লাহাইনার জীবনযাত্রার একটি স্বাভাবিক অংশ। কিন্তু দাবানলের আগুন ছড়িয়ে পড়ার দিন এ সাইরেন বন্ধ ছিল।

হারমান আন্দায়ার দাবানলের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘স্বাস্থ্যগত বিষয়ের’ উল্লেখ করেছেন। বুধবার নিজের পদত্যাগের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত নন বলে জিানিয়েছেন মাউই জরুরি সেবা সংস্থার এ সাবেক প্রধান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ আগস্ট) মাউই দ্বীপে ভয়াবহ এ দাবানল ছড়িয়ে পড়ে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। আগামী ১০ দিনের মধ্যে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন। তবে বেঁচে যাওয়া বাসিন্দাদের অভিযোগ, দাবানল নিয়ে তাদের সতর্ক করেনি কর্তৃপক্ষ। (সূত্র:বিবিসি)