পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে সফলতা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় অফসিজনে বা অসময়ে তরমুজ চাষে সফলতা অর্জিত হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এ চাষ শুরু করা হয় দেলুটি ইউনিয়নে ।
উপজেলার দেলুটির হাটবাড়িয়ায় রবীন্দ্রনাথ ঘোষ পরীক্ষামূলকভাবে ৫০ শতক জমিতে অফসিজনে মাচায় তরমুজ চাষ করেন। সরকারি প্রদর্শনী ছাড়াই লবণাক্ত এ এলাকায় তার খরচ হয়েছে ৩৭ হাজার টাকা। যাতে কমপক্ষে তিন দফায় তরমুজ উঠাতে পারবেন বলে তিনি জানান। তার ধারণা, প্রথম দফায় ৫২০ টি, দ্বিতীয় দফায় ৭৪০ টি ও তৃতীয় দফায় ৪৮০ টি তরমুজ উঠিয়ে বাজারজাত করতে পারবেন । প্রতিটি তরমুজের ওজন ৪ থেকে ৯ কেজি হবে।গড়ে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করে ১ লাখ ৩৫ হাজার টাকা উপার্জন হবে বলে তিনি জানান। এনিয়ে সোমবার বিকেলে দেলুটি ইউনিয়নের হাটবাড়ি ব্লকে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
কৃষক রবীন্দ্রনাথ ঘোষ তার ৫০ শতক জমিতে পরীক্ষামূলক অফসিজনের তরমুজ চাষ করেন। যাতে তিনি সফলতা অর্জন করছেন। কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, শুধু সিজনে নয়, অফসিজনে তরমুজের পাশাপাশি সবজি চাষে কৃষকরা এগিয়ে এলে কৃষকদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।