যশোর সিটি ক্যাবলের মুকুল চেয়ারম্যান ও কাজী বর্ণ ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের রুহুল কুদ্দুস মুকুল চেয়ারম্যান ও কাজী বর্ণ ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের ত্রিবাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সদস্যদের মতামতের ভিত্তিতে পরিচালনা পরিষদ গঠন করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন, ভাইস-চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী বাচ্চু, উপব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, পরিচালক প্রশাসন খায়রুল বাসার শাহীন, পরিচালক (দপ্তর) মোস্তফা গোলাম কাদের, পরিচালক (বিপণন) শংকর পাল, পরিচালক (অর্থ)রিজাউল হাসান, পরিচালক (পরিকল্পনা) আফজালুল করিম রানু, পরিচালক (ইন্টারনেট) আমিনুল ইসলাম, পরিচালক (কার্যকরি) মাহমুদুল ও ইসলাম মাহমুদ। এর আগে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের ত্রিবাষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে ১১টি সদস্য পদের বিপরীতে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের ৪২ জন শেয়ার হোল্ডারের মধ্যে ৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পরে দ্বিতীয় অধিবেশনে নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের সদসদের মতামতের ভিত্তিতে পরিচালনা পরিষদ গঠন করা হয়। যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের পরিচালনা পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার মাহবুবুর রাহমান মজনু ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার এস এম তৌহিদুর রহমান।