কলারোয়ায় স্কাউটসের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় উপজেলা স্কাউটস বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। কলারোয়া আলিয়া মাদ্রাসা চত্বরে বুধবার (২৬ জুলাই) সকালে স্কাউটসের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্কাউটসের সভাপতি এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বজলুর রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, জেলা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব প্রমুখ। উল্লেখ্য ,বাংলাদেশ স্কাউটস সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে কলারোয়া উপজেলা স্কাউটস ১১ হাজার বৃক্ষ রোপণের লক্ষ্য নিয়ে উপজেলা স্কাউটসের সভাপতি এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধন করেন।