বিএনপি নেতা নূর-উন-নবীর স্মরণসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর-উন-নবীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুলাই) জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল আঞ্চলিক কমিটির আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন,জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন,সাবেক সহসভাপতি রতন অধিকারী,বর্তমান সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ,বিএনপি নেতা মারুফ হোসেন,সিদ্দিকুর রহমান,জাকির হোসেন, নূর-উন-নবীর ছেলে খুরশিদ আলম বাবু,শ্রমিক নেতা মোহাম্মদ হিরু,মশিউর রহমান প্রমুখ। স্মরণসভায় জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের টার্মিনাল আঞ্চলিক কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু । পরে নূর-উন-নবীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।