ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের বর্ধিতসভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা শাখার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে পারবাজার শিব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ধিতসভায় সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী। সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুখেন মজুমদার ও দুলাল সমাদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক রতন আচার্য। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তড়িৎ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ শুভাশিস ভট্টাচার্য, সদস্য অশোক বোস, উৎপল ঘোষ, মাগুরা ইউনিয়নের সভাপতি নন্দ দেবনাথ, সাধারণ সম্পাদক বিপ্লব কু-ু, ঝিকরগাছা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনন্দ কুমার ঘোষ, বাঁকড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল গাঙ্গুলী ও বাঁকড়া কেন্দ্রীয় পূজা মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল রায়। বর্ধিতসভা শেষে গত ২৩ জুন অনুষ্ঠিত জাতীয় গীতা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ক ও খ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।