চুয়াডাঙ্গায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় পিছিয়ে পড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের একাডেমি বিদ্যালয় মোড়ের বহুমুখী মানবকল্যাণ সংস্থার কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কারিগরী শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বিতরণের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহুমুখী মানবকল্যাণ সমিতির নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল।
উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ।