পাইকগাছায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

0

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় দিঘিতে গোছল করতে নেমে অতুল দাশ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পাইকগাছা পৌরসভার সরল গ্রামে তার বাড়ি। তিনি পৌরসভা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। তিনি মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে সরল দিঘিতে গোসল করতে নামেন বলে তার ছেলে প্রভাত দাশ জানান। বাড়িতে আসতে দেরি দেখে খুঁজতে বের হন বাড়ির লোকেরা। দিঘির ঘাটে পিতার কাপড়চোপড় দেখে তারা পানিতে নেমে তার মৃত দেহ উদ্ধার করেন। তাকে পাইকগাছা হাসপাতালে নেয়া হলে কর্ত্যবরত চিকিৎসক সাকিলা আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মৃত ব্যক্তির লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।