যশোরে শিক্ষক হত্যার চেষ্টার মামলায় স্ত্রীর ‘প্রেমিক’ গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ক্যান্টনমেন্ট হাইস্কুলের সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত ‘প্রেমিক’ সামিউল ইসলাম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) ভোরে সদর উপজেলার নওদাগ্রাম কেরামতপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শিক্ষক আমিনুল ইসলামের স্ত্রী সালেহা আক্তারের প্রেমিক বলে পুলিশকে জানিয়েছেন। তবে পুলিশ মামলার প্রধান আসামি সালেহা আক্তারকে এখনও গ্রেফতার করতে পারেনি।
তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই জয় বালা জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেহা আক্তারের সাথে প্রেমজ সম্পর্কের কথা স্বীকার করেছেন সামিউল ইসলাম জুয়েল। তিনি পুলিশকে জানিয়েছেন, এক মাস হলো তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠেছে।
পুলিশ জানায়, বিকেলে সামিউল ইসলাম জুয়েলকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।
এসআই জয় বালা জানান, ওই ঘটনার পর থেকে প্রধান আসামি সালেহা আক্তার পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, সালেহা আক্তার ব্রাক্ষ্মণবাড়িয়ায় পিতার বাড়িতে রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, বিষমিশ্রিত আমের জুস খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগে শিক্ষক আমিনুল ইসলামকে স্ত্রী সালেহা আক্তার এবং স্ত্রীর প্রেমিক সামিউল ইসলাম জুয়েলের বিরুদ্ধে গত ২০ জুন কোতয়ালি থানায় মামলা করেন।