যশোরে সাড়ে ৫ কেজি গাঁজা ৫০ পিস ইয়াবাসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন ও এসআই আমিরুল ইসলাম মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নামাজগ্রামের বাওড়কান্দা এলাকার জনৈক আলী হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেন। এরা হলেন, রঘুনাথপুর গ্রামের ইয়ান্নবীর ছেলে গোলাম রসুল (৩২) ও লিয়াকত আলীর ছেলে আতাউর রহমান বেল্টু (৩০)। একইদিন দিবাগত রাত সোয়া ১টার দিকে ডিবি পুলিশের ওই কর্মকর্তারা সদর উপজেলার হাশিমপুর বাজারে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ শেখ রহমত উল্লাহ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেন। শেখ রহমত উল্লাহ শহরের মুড়লি ইমামবাড়ির পাশের জাফর আলী শেখের ছেলে। এদিকে বিকেল পৌনে ৬টার দিকে ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাখাওয়াত মুন্সী (২৮) নামে এক যুবককে আটক করেন তিনি। সাখাওয়াত মুন্সী একই গ্রামের তহিদুল মুন্সীর ছেলে।