বসুন্দিয়ায় জেলা পরিষদের ১৬ লাখ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বসুন্দিয়া এলাকা থেকে জেলা পরিষদের ১৬ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেয়ার অভিযোগে সোমবার (১২ জুন) রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষণের কর্মচারী আশরাফ হোসেন দুইজনকে আসামি করে মামলাটি করেছেন।
আসামিরা হলেন, বসুন্দিয়ার মৃত আকবর আলীর ছেলে রবিউল ইসলাম ও গাইদগাছি গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে রজব আলী।
আশরাফ আলীর অভিযোগ, গত ৮ জুন জেলা পরিষদ কর্তৃপক্ষ জানতে পারে যে, বসুন্দিয়া আলফা মোড় থেকে রেলস্টেশন সড়কের পাশে তাদের লাগনো একটি বড় ও মূল্যবান রেইনট্রি আসামি রবিউল ইসলাম ও রজব আলীসহ অজ্ঞাতনামা লোকজন চুরি করে কেটে নিয়ে গেছেন। এ খবর পেয়ে কর্তৃপক্ষের নির্দেশে আশরাফ আলী ঘটনাস্থলে গিয়ে জেলা পরিষদের গাছ চুরি করে কেটে নেয়ার সত্যতা পান। পরদিন ৯ জুন অভিযুক্তদের একজন রবিউল ইসলামের সাথে দেখা করেন আশরাফ আলী। এ সময় জিজ্ঞাসাবাদে আসামি রবিউল ইসলাম রেইনট্রি কেটে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। পরবর্তীতে আশরাফ আলী স্থানীয়দের কাছে জানতে পারেন, আসামিরা স্থানীয়ভাবে প্রভাবশালী। তারা প্রায় জেলা পরিষদ ও রেলওয়ের সম্পত্তিতে লাগানো জীবিত মূল্যবান গাছ চুরি করে কেটে নিয়ে যাচ্ছেন। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।