বাল্য বিয়ের দায়ে শৈলকুপার নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে তথ্য গোপন করে বিয়ে পড়ানো মামলায় শৈলকুপা পৌরসভার নিকাহ রেজিস্ট্রার আরিফ বিল্লাহর লাইসেন্স বাতিল করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে জেলার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল মান্নান জোয়ারদারের কিশোরী মেয়ের বিয়ে পড়ান আরিফ বিল্লাহ। মেয়ের বয়স না হওয়ার পরও তিনি তথ্য গোপন করে নিকাহ রেজিস্টার সম্পন্ন করেন। বাল্য বিয়ের দায়ে ওই মেয়ের বাবা চাঁদপুর গ্রামের আব্দুল মান্নান জোয়ারদার আদালতে মামলা করেন। আরিফ বিল্লাহ শৈলকুপা কাজীপাড়া ফুলহরি গ্রামের মরহুম সৈয়দ মোবাশ্বের আলীর ছেলে । মামলায় আরিফ বিল্লাহ ছাড়াও ৬ জনকে আসামি করা হয়। বয়স না হওয়ায় মেয়েকে বাগেরহাট সংশোধনাগারে পাঠানো হয়। আর বর মুন্না জোয়ারদারকে পাঠানো হয় কারাগারে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচার মো. ফারুক আযম এই রায় ঘোষণা করেন।