অভয়নগর মাধ্যমিক শিক্ষা অফিসের সেই খালিদের বিরুদ্ধে তদন্ত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বহুলালোচিত সেই খালিদ অবশেষে পার পেয়ে যাচ্ছেন বলে আশংকা দেখা দিয়েছে। সরকারি গুদাম থেকে চলতি শিক্ষাবর্র্ষের চার শতাধিক বই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলছে অফিস সহকারী খালিদের বিরুদ্ধে। কিন্তু চোরাই বই বহনকারী সেই ভ্যানচালক ও বই সাপ্লায়ার তদন্ত কমিটির ডাকে উপস্থিত না হওয়ায় এ আশংকা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, বই চুরির ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে ভ্যানচালক ও বই সাপ্লাইয়ারকে উপস্থিত না হওয়ার জন্য দেন দরবার করে চলেছেন অফিস সহকারী খালিদ হাসান। যে কারণে বিড়ম্বনায় পড়েছেন তদন্ত কমিটি। ফলে তদন্তের সময় বৃদ্ধি করে পুনরায় ওই ভ্যানচালক ও বই সাপ্লায়ারকে আগামী বৃহস্পতিবার তদন্ত কমিটির কাছে উপস্থিত হওয়ার জন্য চিঠি পাঠানো হচ্ছে। এরআগে গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেন খালিদ হাসান। কিন্তু লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় ওই দিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্য সদস্যরা হলেন, অভয়নগর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। তদন্ত কমিটিকে ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত কমিটির প্রধান নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দাবি করেছেন সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার শেষ দিন ছিলো। অফিস সহকারী খালিদ হাসান তদন্ত কমিটির কাছে তার বক্তব্য প্রদান করলেও ভ্যানচালক বা সাপ্লায়ার উপস্থিত হননি। তিনি বলেন, বই সাপ্লায়ার টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ গ্রামের মৃত- সাদিক আলি খানের ছেলে। বাবুল ফোন করলে তিনি আসতে চেয়েছিলেন। কিন্তু সোমবার আসেন নি। এবং তাকে অসংখ্যবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। এবং ভ্যানচালক ফোন রিসিভ করে ব্যস্ততার কথা বলে ফোন কেটে দিয়েছেন। ফলে তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বৃদ্ধি করে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য পুনরায় চিঠি দিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।