কেশবপুরে ভাব বাংলাদেশের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ

0

 

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে রোটিরা গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় মাধ্যমিক পর্যায়ে ৩ দিনব্যাপী ২৫ জন শিক্ষকের কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব বাংলাদেশ) উদ্যোগে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজুর পরিচালনায় কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ। বক্তব্য দেন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস, বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ। উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ও প্রশিক্ষক আবুল কালাম আজাদ।