যশোরে ডেভিলস ব্রেথ প্রতারকচক্র সদস্যের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডেভিলস ব্রেথ প্রতারকচক্রের সদস্য ইরানি নাগরিক খালেদ মাহবুবীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ মে) পুলিশের করা আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অপর ৩ আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। অভয়নগর থানার পুলিশ আদালতে ৪ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামি খালেদ মাহবুবী ইরানের তেহরান গহরদস্ত এলাকার নাদেব মাহাবুবীর ছেলে। আর যাদের রিমান্ড আবেদন নামঞ্জুর হয়েছে তারা হলেন, ইরানের তেহরানের লতিফ মাসুফির ছেলে ফারিবোরয মাসুফি, বাংলাদেশের গোপালগঞ্জ সদর উপজেলার ঘ্যানাসুর গ্রামের সরোয়ার শেখের ছেলে খোরশেদ আলম ও বরিশালের গৌরনদী উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ডেভিলস ব্রেথ প্রতারকচক্রের উল্লিখিত সদস্যরা অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারের মরিয়ম স্টোরের মালিক শরিফুল ইসলামের পিতাকে সুগন্ধি শুকিয়ে অবচেতন করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে যান।