পেট্রোপোল চেকপোস্টে বাংলাদেশি বাসে সোনার বারসহ চালক ও হেলপার আটক

0

বেনাপোল(যশোর) সংবাদদাতা॥বেনাপোলের ওপারে ভারতের পেট্রোপোল চেকপোস্টে বাংলাদেশ-ভারত সরাসরি চলাচলকারী আন্তর্জাতিক বাস রয়েল মৈত্রী থেকে ৬ কেজি ৯৫০ গ্রাম ওজনের ৫১ টি সোনার বার জব্দ করেছে বিএসএফ।
গতকাল মঙ্গলবার বিকেলে পেট্রাপোল চেকপোস্টে আন্তর্জাতিক বাস পরিষেবা রয়েল মৈত্রী কোচের ইঞ্জিনের ভেতর লুকিয়ে সোনার একটি বড় চালান পাচারের সময় পাচারকারী মৈত্রী কোচের চালক মো. মোস্তফা ও হেলপার মতিউর রহমান আকন্দকে আটক করেন পেট্রাপোল ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফের সদস্যরা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার জানান, বিএসএফ সদস্যরা আমাদের জানিয়েছেন রয়েল মৈত্রী কোচের বাস নম্বর ৪১২, পরিবহনটি ত্রিপুরা-ঢাকা কলকাতায় যাতায়াত করে। মৈত্রীর বাসটি বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারতীয় অংশে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা বাসটি তল্লাশ করে ইঞ্জিন কভারে লুকায়িত অবস্থায় ৬ কেজি ৯৫০ ওজনের ৫১পিস সোনার বার উদ্ধার করে। যার মূল্য ভারতীয় ৪ কোটি রূপিরও বেশি। এ ঘটনায় মামলা হয়েছে পেট্রাপোল থানায়।