চুয়াডাঙ্গায় ১১ কেজি রূপাসহ দুই চোরাকারবারী আটক

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় ভারতে পাচারের উদ্দেশে বহনকরা ১১ কেজি রূপাসহ দুই জন চোরাকারবারীকে শনিবার (৬ মে) আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটকরা হলেন দর্শনা পৌর এলাকার সুলতানপুর এলাকার আব্দুল বারির ছেলে ফারুক হোসেন (৩৫) ও একই এলাকার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে সরোয়ার উদ্দিন (৩২)।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, গোপনে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল হিজলগাড়ী-খাড়াগোদা সড়কের তিতুদহ গোলাপনগর কবরস্থানের কাছে অবস্থান নেয়। এ সময় আটক দুজন একটি রেজিস্ট্রেশেনবিহীন মোটরসাইকেলে ওই স্থানে পৌঁছালে গোয়েন্দা দলের সদস্যরা তাদের গতিরোধ করেন। পরে জনপ্রতিনিধি ও উপস্থিত সংবাদকর্মীদের সামনে মোটরসাইকেল তল্লাশি করে গোয়েন্দা দল তেলের ট্যাংকের ভেতর বিশেষ ব্যবস্থায় রাখা কাগজ এবং কসটেপ দিয়ে মোড়ানো ১১টি রূপার বান্ডেল বের করেন। রূপার ওজন ১০কেজি ৯৬৫ গ্রাম। যার বাজার মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা রূপা চুয়াডাঙ্গায় ট্রেজারিতে জমা করা হবে।