ঝিকরগাছা বিএনপি নেতা আব্দুল আলিমের ইন্তিকাল অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা মহিলাদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছিমা আলিম জোসনার স্বামী আব্দুল আলিম রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫ মে ) রাত ৮টার দিকে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে বিএনপি নেতা আব্দুল আলিমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
উল্লেখ্য, মরহুম আব্দুল আলিম ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ বিশ্বাসের মেঝো পুত্র, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মেহেদী হাসান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রুমীর ভাই এবং বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুনের মেঝো চাচা।