যশোরে ২২ বোতল মদসহ ভারতীয় নাগরিক আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ২২ বোতল মদসহ বলরাম সরকার (২৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) বেলা পৌনে ১১টার দিকে শহরতলীর পুলেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটক বলরাম সরকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার পুরাতন বনগাঁও রামনগর রোড এলাকার মদন সরকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান পুলেরহাট বাজারে জনৈক আব্দুল গনির ফলের দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি বলরাম সরকার নামে ওই ভারতীয় নাগরিককে আটক করেন। তার কাছে একটি স্কুলব্যাগ ছিলো। তল্লাশি চালিয়ে স্কুলব্যাগের ভেতর থেকে ভারতীয় অফিসার্স চয়েস গ্র্যান্ড হুইস্কি ২০ বোতল এবং স্কটল্যান্ডের জোহনি ওয়াকার রেড লেভেল স্ট্যাবলিস্ট মদ ২ বোতল জব্দ করা হয়। এছাড়া তার কাছে ভারতীয় একটি পাসপোর্টও ছিলো। সূত্র জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলরাম সরকার স্বীকার করেছেন যে, পাসপোর্টে ভ্রমণ ভিসায় গত ৩০ এপ্রিল যশোরে এসেছেন মদ বিক্রির জন্য।
এ ঘটনায় এসআই সাইদুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক বলরাম সরকারের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন।