রাজগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুৎ চুরি করে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের অপরাধে এক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ লাইনের সংযোগ তার ছিদ্র করে চোরাই তারের মাধ্যমে অতি গোপনে এ বিদ্যুৎ ব্যবহার করছিলো প্রতিষ্ঠানটি। বুধবার (৩ মে) সকালে অভিযান চালিয়ে রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ের এমএসসি এন্টারপ্রাইজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত শরিফুল ইসলাম চাকলাদার জানান, তিনি ওই রুম ভাড়া নেওয়ার পর থেকে যেভাবে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন সেইভাবে চালিয়ে আসছেন।
পল্লী বিদ্যুতের রাজগঞ্জ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার শাহজাহান জানান, এমএসসি এন্টারপ্রাইজের মালিক শরিফুল ইসলাম চাকলাদার বিশেষ কৌশলে বিদ্যুতের সংযোগ লাইনের তার ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অফিসে এসিসহ যাবতীয় কাজে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে ওই প্রতিষ্ঠানের অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এখন অফিসিয়ালি ওই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।