মহেশপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ মহেশপুরে ভুল চিকিৎসায় খালেদা খাতুন (২৪) নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খালিশপুর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত প্রসূতি খালেদা উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামের শিশির হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানান,  বৃহস্পতিবার সকালে প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে খালিশপুর কমিউনিটি সেন্টারে নিয়ে আসেন। সেখানে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা সুরাইয়া খাতুনের সাথে ডেলিভারি করার জন্যে সাড়ে ৮ হাজার টাকায় চুক্তি করেন মৃতের পরিবার। পরে সুরাইয়া খাতুন পরীক্ষা-নিরীক্ষা এবং ডাক্তার ছাড়াই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেষ্টা করে তাকে নরমাল ডেলিভারি করান। সন্ধ্যায় প্রসূতি খালেদার অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে একটি ভ্যানে করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত খালেদার ছোট ভাই রাসেল হোসেন জানান, বোনের প্রসব বেদনা উঠলে গ্রাম্য এক পল্লী চিকিৎসকের মাধ্যমে খালিশপুর কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়। আমরা তো কোন কিছুই বুঝি না। যখন বোনের অবস্থা ভাল না তখন ওই নার্স আপা বলেন, তোমরা রোগীকে অন্য কোথাও নিয়ে যাও। তখন আমরা মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চাই। কিন্তু তিনি নিজেই গাড়ি ঠিক করে আমাদেরকে বলেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে। বলেন, আমার কথা হয়েছে ওখানে নিয়ে যান। ওই সময় বোনকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তার অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার বোনের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে খালিশপুর কমিউনিটি ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা সুরাইয়া খাতুন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান,আমি রোগীর অবস্থা একটু খারাপ দেখে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। তাছাড়া ওই রোগী মারা গেছে কিনা আমার জানা নেই। আপনারা আমাকে বিরক্ত করবেন না। জেলা কর্মকর্তাদের কাছে ফোন দেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডা. প্রবীর কুমার মন্ডল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবো।