সংবাদ সম্মেলনে রাজারহাট শ্মশান পরিচালনায় পাল্টাপাল্টি কমিটি গঠনের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের রাজারহাট শ্মশান পরিচালনার জন্যে পাল্টাপাল্টি কমিটি গঠন ও দখলের অভিযোগ উঠেছে।
গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরে এ অভিযোগ করে রতন কুমার পালের নেতৃত্বাধীন কমিটি। সংবাদ সম্মেলনে রতন কুমার পাল লিখিত বক্তব্যে বলেন, ২০২১ সালে তাকে সভাপতি ও গৌরচন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটিতে স্থান না হওয়ায় ষড়যন্ত্রে লিপ্ত হন সাজেন রমেন পাল। রমেন পাল যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় নতুন কমিটি গঠন করেন। এ কমিটি শ্মশানের পরিচালনা কর্মকাণ্ডে বাধা দেয় সংবাদ সম্মেলনে রতন কুমার পাল বলে, পূজা পরিষদ কর্তৃক গঠিত কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করা হয়েছে। মামলা চলমান। এতে ক্ষিপ্ত হয়ে সাজেন রমেন পালের নেতৃত্বাধীন কমিটি শ্মশানের মূল ফটকের তালা ভেঙে ফেলে এবং শ্মশানের জায়গায় অবস্থিত ভাড়াটিয়াদের দোকান মালিকদের যেতে হুমকি দেয়। এর ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি ও পলাশ বিশ্বাস, স্বদেশ পাল, কোষাধ্যক্ষ প্রভাস দাস, সদস্য রবিন অধিকারী, কৃষ্ণ সাহা প্রমুখ।