রামপালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল উপজেলায় বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম।
বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, রামপাল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার অজিয়ার রহমান, বিএনপি নেতা মোস্তফা কামাল, সেলিম পাটোয়ারী, মেহেদি হাসান মিন্টু, আলী আকবর সম্রাট, আলী আশরাফ, অলিয়ার রহমান, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সহসভাপতি মান্না, বাগেরহাট পৌর যুবদলের আহবায়ক সরদার জসীম, সদস্য সচিব মুন্না, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, মোংলা পৌর তাঁতীদল নেতা মনির গাজী, জেলা ছাত্রদলের সহসভাপতি তারেক আনাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, সহসাধারণ সম্পাদক ইমরান হোসেন, বাইনতলা ইউনিয়ন বিএনপি সভাপতি তরফদার জিল্লুর রহমান, গৌরম্ভা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সারাফাত হোসেন প্রমুখ।