চুড়ামনকাটিতে মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন মুক্তিযোদ্ধাদের সম্মানে শনিবার (১৫ এপ্রিল) ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতার মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতলেব গাজী, সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধার কমান্ডার আমিরুল ইসলাম,আব্দুল খালেক, জালাল উদ্দিন, আরশাফ আলী, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামান, ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর তরফদার প্রমুখ।