দর্শনায় ৮টি সোনার বারসহ আটক ১

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে প্রায় ৯৮০ গ্রাম ওজনের ৮টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি।
ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাসুদ পারভেজ রানা বুধবার (১২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তিনি গোয়েন্দা তথ্যে জানতে পারেন একজন ব্যক্তি দর্শনা রেলস্টেশন এলাকা হতে রিক্সাভ্যানযোগে সোনা পাচারের উদ্দেশ্যে দর্শনার ভারত সীমান্তের দিকে যাচ্ছে। তারই নেতৃত্বে বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় অবস্থান নেয়। সে সময় ওই ব্যক্তি সীমান্তের দিকে যেতে থাকলে তার পিছু নেয়া হয়। তারপর সকাল ৭টার দিকে তাকে আটক করে তল্লাশির পর তার পায়ে টেপদিয়ে আটকিয়ে রাখা ৮টি সোনার বার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোনার বার পাচারের উদ্দেশ্যে বহন করার অপরাধে দর্শনা পৌর এলাকার চাঁদপুর গুনরাজধী এলাকার আমির হোসেনের ছেলে সুলতান আহমেদকে (৪৪) আটক করে বিজিবি। উদ্ধার সোনার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।