কেশবপুরে কৃষকদের মাঝে ধান ও পাট বীজ বিতরণ

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে ৫ হাজার ২শ প্রান্তিক কৃষককে বিনামূল্যে ধান ও পাটের বীজ দেওয়া হয়েছে। সোমবার (২০ মার্চ ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষকদের মাঝে ওই বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৫শ কৃষককে ৫ কেজি করে ধান বীজ ও ২০ কেজি করে সার এবং ৩ হাজার ৭শ কৃষককে দেওয়া হয় ১ কেজি করে পাটের বীজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার। এদিন পৃথক অনুষ্ঠানে অতিথিবৃন্দ এডিপির অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি বিতরণ করেন।