রমজানে মুনাফাখোরদের তৎপরতা দেখামাত্রই কঠোর ব্যবস্থা : জেলা প্রশাসক

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজানে যশোরের বাজারে অসাধু মুনাফাখোরদের তৎপরতা দেখামাত্রই জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
বুধবার (১৫মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
জেলা প্রশাসন যশোরের আয়োজনে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, রমজান মাস এলেই বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের ব্যবসায়ীরা ধর্মীয় চেতনাবোধের জায়গা থেকে নিজেরা পণ্যের মূল্য কমিয়ে ভোক্তাদের স্বস্তিতে রাখেন। আমাদের দেশে কিছু অতি মুনাফাখোর ব্যবসায়ী রমজানকে টার্গেট করে সকল পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের সর্বোচ্চ কষ্টের মধ্যে রাখেন। নিজেকে কেবল ব্যবসায়ী হিসেবে নয় ভোক্তার চোখে দেখতে হবে। কারণ একজন ব্যবসায়ীও ভোক্তার বাইরে নন। তিনি ব্যবসায়ীদের ধর্মীয় চেতনায় উদ্ধুদ্ধ হয়ে অতি মুনাফা লাভের আশায় ভোক্তাদের ওপর জুলুম না করার আহ্বান জানান । এমনকি মুনাফা কমিয়ে কেবলমাত্র ভোক্তাদের স্বস্তিতে রাখতে নিজ উদ্যোগে পণ্যের দাম কমিয়ে সারা দেশের মধ্যে যশোরে উদাহরণ সৃষ্টির করার জন্যে জেলার ব্যবাসীয়দের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
আলোচনায় সভায় ব্যবসায়ীরা তাদের বক্তব্যে ডলারের দাম ও উপকরণ সামগ্রী দাম বৃদ্ধি থেকে শুরু করে পরিবহণ খরচ বৃদ্ধিকে পণ্যের দাম বৃদ্ধির পেছনে দায়ী করেন।
আবার ভোক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা ডলারের দাম ও উপকরণের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে প্রকৃতপক্ষে পণ্যের দাম কয়েকগুণ বৃদ্ধি করছেন কেবলমাত্র অতি মুনাফা লাভের আশায়। ব্যবসায়ীদের অতি মুনাফা বন্ধে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করার আহ্বান জানান।
জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম, আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলু, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, সিনিয়র সাংবাদিক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) যশোর জেলা কমিটির সহ-সভাপতি পরিমল মজুমদার, ব্যবসায়ী নেতা আব্দুল কাদের, মিজানুর রহমান, শফিকুর রহমান,মুস্তাক আহমেদ,ফসিয়ার রহমান,নাসির উদ্দিন প্রমুখ।