যশোরে বার্মিজ চাকুসহ অভিযুক্ত ছিনতাইকারী গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিডি ফুডের ডেলিভারিম্যান মোহাম্মদ ইসলামকে ছুরিকাঘাতে নাড়িভুড়ি বের করে দেওয়া মামলার আসামি তানভির ইসলাম ইমনকে (২০) চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ। তানভির রামনগর বিহারী কলোনির শেখ ইমামুল হক চানের ছেলে।
কোতয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী জানিয়েছেন, সদর উপজেলার বসুন্দিয়া আফরা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মোহাম্মদ ইসলাম (২৫)। ২৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে যশোর শহরের ইঞ্জিন ভ্যান নিয়ে আসার পথে গোপালপুর গেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধে করে। দুর্বৃত্তরা এ সময় তাকে এলোপাতাড়ি ছুরি মেরে নাড়িভুড়ি বের করে দেয়। পরে ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ইমলামের ভগ্নিপতি রিপন শেখ রনি থানায় মামলা করেন। মামলার তদন্তে কয়েকজনের পরিচয় জানতে পারে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামি ইমনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।