যশোরের রাজারহাটে প্রাইভেটকার থেকে ৬০ পিস সোনা উদ্ধার

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের রাজারহাট থেকে মঙ্গলবার সকালে ৬০পিস সোনাসহ একটি প্রাইভেটকার আটক করেছেন বিজিবি সদস্যরা। রাতে যশোর ৪৯ বিজিবি দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, তারা গোপন সূত্রে খবর পান যে, সোনার একটি বড় চালান সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৫৭৭) করে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে খুলনা ও যশোর হয়ে বেনাপোলে যাবে। এ খবর পেয়ে যশোরের ৪৯ বিজিবি ও খুলনার ২১ বিজিবি’র দুটি টহল দল যশোরের আলাদা স্থানে অবস্থান নেয়। সকাল ৮টার দিকে প্রাইভেটকারটি ২১ বিজিবি টহল দলের সামনে পড়লে তারা ধাওয়া করে। এরপর ৪৯ বিজিবি টহল টিমের ধাওয়া শুরু করলে রাজারহাটে এসে চালক নিয়ন্ত্রণ হারিয় ফেললে প্রাইভেটারটি রাস্তার পাশের একটি গর্তের ভেতর পড়ে যায়। এ সময় চালকসহ গাড়িতে থাকা অপর এক ব্যক্তি বের হয়ে দ্রুত পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা প্রাইভেটকারটি উদ্ধার করে যশোর ক্যাম্পে নেয়। এসময় গাড়ির বিভিন্ন স্থান তল্লাশি করে ৬০পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার ওজন ৮ কেজি ৯৭৪ গ্রাম। সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে তিনি জানান।