যশোরের আইটি পার্কে ইনভেস্টর অ্যাসেসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর অ্যাসেসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পার্কের ক্যাফেটেরিয়ায় সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর অ্যাসেসিয়েশনের সভাপতি আহসান কবির।
সভায় সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল। কোষাধ্যক্ষের রিপোট দেন আরিফুল হাসনাত। সংগঠনের গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা উপস্থাপন করেন সভাপতি আহসান কবির। আরও বক্তৃতা করেন সহসভাপতি মুনসুর আলী, নির্বাহী সদস্য অজয় দত্ত, উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সদস্য ইমানুর রহমান, শাহনূর শরীফ, হাবিবুর রহমান, দেবু মল্লিক, নাহিদ হাসান প্রমুখ।