মহেশপুরে দুই বাসের সংঘর্ষে আহত ১৫

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা জীবননগরগামী শাপলা পরিবহণ কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাকিলাদাড়ি নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সে সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্সের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের অবস্থার অবনতি হতে থাকলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেইসাথে কোটচাঁদপুরের ফায়ার সার্ভিস কমীদের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।