শহীদ জিয়াউর রহমানকে হৃদয়ে ধারণ করে, সকল অধিকার আদায় করতে হবে-অনিন্দ্য ইসলাম অমিত

0

শার্শা (যশোর)সংবাদদাতা॥ বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ জিয়াউর রহমানকে হৃদয়ে ধারণ করে ভোট ও ভাতের অধিকার আদায় করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের জন্যে লড়াই করে জিততে হবে। এজন্যে দেশের সকল দেশপ্রেমিক জনগণকে সংগ্রামে শামিল করতে হবে। এই ফ্যাসিবাদি শেখ হাসিনাকে হঠাতে হবে। তাই আগামী দিনের সকল আন্দোলন আন্দোলনকে আরও বেগবান করতে হবে। এই চূড়ান্ত আন্দোলনকে সরকার পতনে গণআন্দোলন হিসেবে গড়ে তুলতে শার্শা ও বেনাপোলকে জোরালো ভূমিকা রাখতে হবে।  কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে যশোরের শার্শা ও বেনাপোল পৌর বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।  সোমবার বিকেলে বেনাপোলে হোটেল সানরুপে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়  অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিনা ভোটের এই অবৈধ সরকারের অনেক সময় পার হয়েছে। আর সময় দেয়া যাবে না। তাই আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির ১০ দফা দাবিতে খুলনার সমাবেশ সফল করতে হবে। খুলনার সমাবেশ থেকে আগামী দিন দুর্বার আন্দোলন শুরু হবে। দেশের প্রতিটি গ্রামে সে আন্দোলন ছড়িয়ে যাবে। আন্দোলনে ভয় পেয়ে সরকার বাধ্য হয়ে ক্ষমতার মসনদ ছেড়ে পালানোর পথ খুঁজবে। তিনি বলেন, একটি নিরপক্ষে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নিশ্চিত পরাজয় জেনে আবারো নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে সরকার। এ জন্য দেশে গণতন্ত্র ,ভোটর অধিকার, আইনের শাসন, তেল ,গ্যাস, বিদ্যুৎ সার, কীটনাশকসহ নিত্যপণ্যের মূল্য কমাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
আগামী নির্বচনে জনগণের বিজয় হবে। যে বিজয়ে নেতৃত্ব দেবেন আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে বিজয়ে কারাবন্দি থেকে মুক্ত হবেন সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশরত্ম বেগম খালেদা জিয়া। শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুবদল খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক নূরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, শার্শা উপজেলা মহিলাদলের আহবায়ক নূর জাহান রিনা, শার্শা ও বেনাপোল বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী, ইসাহক মিয়া, আব্দুল মালেক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন,বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক সফিকুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন প্রমুখ।